Saturday, June 2, 2018

তিনটি কবিতা- রাজু দেবনাথ



শিল্প
        
একটা স্তব্ধতা
জমে কঠিন হয়ে গেলে-
আমরা সবাই তাকে ভাস্কর্য বলে থাকি!


এক  গভীর কালো স্তব্ধতা

প্রতিটা শব্দের আনেক আলোকবর্ষ দূর দিয়ে-
হেঁটে যাচ্ছে তার মানে !

এক গভীর কালো স্তব্ধতার ভেতর
অব্যক্ত পড়ে আছে নীরবতা !


ল্যান্ডলাইন

চার দেওয়ালের ভেতর সেই কতকাল ধরে
যোগাযোগ ছিন্ন হয়ে পড়ে আছি।

আমাকে কেউ কি সারিয়ে তুলতে পারো ?

No comments:

Post a Comment