Saturday, June 2, 2018

গুচ্ছ কবিতা সুপ্রকাশ প্রামাণিক









প্রতিপ্রবাদ
                


          এক
অবিরাম টান লাগে কানে
সাবধানে বাঁচিয়েছি মাথা।
মাথা আছে মাথাতেই
                                      ব্যথা পুষি  বুকে।
                                         
মানুষ  হে, বলিহারি বটে
জেনে গেছ সকল প্রবাদ!
মধু তাই বুকে,  আর
                                    বিষ রাখি মুখে।

           দুই
উনুনে ক্ষুধার স্মৃতি
পাত্রে আমানির স্রোত
চাতক-চোখের কোণে
                                ফুরোয়নি নুন।

শরীরে ঘুমের মেদ
মেদের গভীরে ক্লেদ
ক্লিন্ন আয়েশের নিচে
                                রেখেছি আগুন!

আপাতত এই রীতি থাক-
মাছ দিয়ে ঢেকে রাখি শাক।

           তিন
ইতস্তত পড়ে আছে ভাত
ছায়া ফেলে উড়ে গেছে কাক।
প্রেতিনী ছায়ার কাছে
                                   হাত পেতে রাখি।                                           

শাঁসালো ক্ষতের স্বাদু রসে
লাল হয়ে পেকেছে মোড়ক।
অনায়াসে কুড়ে খায়
                                 প্রিয় সুখপাখি।

             চার
উড়ে গেছে পরিযায়ী মেঘ
পুড়ে গেছে বাতাসের ঘর
পড়ে আছে বৃষ্টিস্মৃতি
                                 নোনা ছাই।

নৈর্ঋতে সিঁদুরে আগমনী
শ্রাবণী নূপুর বাজে কার?
পুড়ি ও পোড়াই এসো...
                                  এসো রাই।    



    

               পাঁচ

আলোক-করবী লাগিয়েছি
পরিচর্যা করেছি বহুল
শাখায় শাখায় ফলে আছে
                                  বিষ-কর্ম-ফল।

বিষের করাল ছায়া ছুঁয়ে
ঝুলে আছি স্বজন-কাফের
হাওয়া বয়, ঝড় আসে, তবু
                                  স্থির ধর্মকল।                        



                          


1 comment:

  1. ধর্মকল'টা ছাড়া বাকিগুলো দারুণ লাগল।

    ReplyDelete