Sunday, June 3, 2018

শত্রু : গৌতম ঘোষদস্তিদার

ক্রোড়পত্র: কবির নীরবতা ও নীরবতার কবি








                                                              শত্রু



শঙ্খ ঘোষের মেঘগর্ভ-নীরবতার মতো স্তব্ধ হয়ে আছে চারপাশ
বৃষ্টি নামার আগে আকাশ যেমন থমকে থাকে প্রাকৃতিক,
আমরাও এখন তেমনই নিথর হয়ে গেছি, আমূলপ্রোথিত।
নীরবতারও স্থির-ভাষা থাকে, ধ্রুব-ভাষ্য থাকে চিরকাল,
আমরা সেই বিমূর্ত-ভাষাবোধ হারিয়েছি যেন এই কালবেলায়।

শঙ্খ ঘোষের দীর্ঘ-নীরবতার দিকে তাকিয়ে আমি সেদিন সন্ধ্যার
সভাঘরে বসে ভাবছিলাম আমরা কবে যোগ্য হব ওই নৈঃশব্দ্যের!
যারা নীরবতাকে অপৌরুষেয় ভাবে তাদের কথা আলাদা,
আমরা তো নীরব-বাগ্মিতার কাছে নিঃস্ব হতে চেয়েছি বারবার।

শঙ্খ ঘোষের আশ্চর্য্-নীরবতার মতো বাঙ্ময় হয়ে আছে চরাচর
এখনই অশ্বারোহীর মতো চারদিক থেকে ঝাঁপিয়ে বৃষ্টি নামবে।
প্রতিটি নীরবতাই আসলে বৃষ্টিসম্ভব, প্রতিটি নৈঃশব্দ্যই বৃষ্টিফোঁটা।


মুখরতা চিরকাল অঝোরধারায় সন্দিগ্ধ, নীরবতা আজও তার শত্রু।

3 comments: