Saturday, June 2, 2018

গুচ্ছ কবিতা ইন্দ্রনীল চক্রবর্তী






শ্বাসরোধ পর্ব

(১)

তোমায় ঘিরে আছে পুরানো আকাশ-
শতাব্দীর সেরা সময়।
অফুরান সাক্ষী এই  বিস্তৃত অঞ্চল।
তারা দেখেছে ও শুনেছে ; জেনেছে
কি ভাবে একে একে অস্থিরতা বেড়ে ওঠে?
ভাঙ্গা হয়েছে তেপায়া, চালা, আখা।
ছড়িয়ে রয়েছে আসবাব ধুলো,
                  আর সকালের বাসে আসা দূরের মানুষ।
এমন ভিড়ে তবু তোমায়,
খুঁজে চলেছে আমার ঈশ্বর।


(১২)

তোমার কাছে আমার জানার নেই জেনেও
তোমার জানার মধ্যে থাকি।
আদর ও ভাতের সান্নিধ্যে
জন্মান্তর ফিকে হয়ে যায়।
আর এক ফুসফুস মৌসুমি  বায়ু নিয়ে
মৌন হয়ে কৈফিয়ত খোঁজে সেই ঈশ্বর।

(১৩)

নৌকা যেটুকু সমুদ্রের কাছে,
স্থলে আমি পৃথিবীর কাছে। রয়েছে
ভালোবাসার কাছে বেড়ি,
আর রঙের কাছে আপ্লুত হবার শিক্ষা।
অতঃপর একা হল  এই ভাষা হীন প্রণালী।
বাকি রাখা অন্তহীনতা,
লবণাক্ত সামুদ্রিক উপহার
            চিরকালীন রাখা রয়েছে মায়ের কাছে।



(১৪)

ঝড়ের কাছে বাড়ি রেখে যাই
রেখে যাই ক্ষতর কাছে শিশির।
ফুলের কাছে প্রতিবেশী চাঁদ
আর একাকী নদীর পাশে
ভেসে ওঠা স্বপ্ন।
তোমার ছায়ায় যেটুকু শ্বাস রহিত,
পুনরায় ফিরে পাওয়া যায়-
একটানা দুর্ভিক্ষ।


(১৫)

আমার কাছে তো এটুকুই ছিল
কার্নিশে এসে পড়া ভাষা ও রোদের চিত্রনাট্যে।
আর যেটুকু নিয়ে গেলে-
ছায়াহীন বিকল্প, ঘুমের চিঠি ও সাকার সর্বস্ব।
অতঃপর ' এরকম রোদ কোথায় কোথায় পাওয়া যায়'
- ফেরি করে বেড়াচ্ছে, দিগন্ত সহাস্যে।

(১৬)

এক পৃথিবীর দুই চাঁদ
উপগ্রহ তালিকা যুক্ত হলে,
একটি অমলিন
অপরটি পরিযায়ী।
ভাষাকল্পে তোমার নতুন নাম দিলাম
স্বপ্ন দিলাম, দিলাম
মিথ্যে নদীর আঁশটে বটীর জল।
অপর চাঁদ তবে মাটিতে নেমে
আমারি কাছে আসুক
জোতস্নারিক্ত পায়ে উঠান জুড়ে।



(১৭)


লেখা কি আমার মধ্যে
গোপনীয়তা ভরা বিস্তৃত অর্গল?
একটু বৃষ্টি, একটু স্বর্গ-
আর আমার যাবতীয় যৎসামান্য
অক্ষর ছাড়া কিছুই নেই;
ছিটে ফোঁটা আলো, অভিমান চাতুর্য-
দূরে থেকে সরে যাওয়া সাংকেতিক আশ্রম।


(১৮)

এই ছন্দ সমষ্টিতে দাঁড়িয়ে থাকায়
মাথায় যে আকাশ
আর তার একান্ত অনুরোধ -
               কয়েক ফোঁটা বৃষ্টির জল
শব্দ ভেজাবে না, আনবে না অক্ষর মাটির গন্ধ ।
দীর্ঘ পরিব্যাপ্ত বনস্পতি হয়ে দাঁড়িয়ে থাকবে
অথচ কুলায় বসবে না,
একটু উপরের আকাশে উড়তে থাকা
নির্মোহ, নির্জন পাখিগুলি।

(১৯)

আমার সভ্যতা ফিরে আসছে
তোমার কাছ থেকে শ্রমণকালে।
ঢেউ এর কাছ থেকে ফিরে আসছে
উপত্যকার মত শুকনো গল্প, ভোরের বিস্তার।
যত ছল তোমার জন্য,
ছলের কাছে তবু চিরটাকাল ঋণী।
ভাষার কাছে আর না ভাষার কাছে।






 (২০)

এবং সব শেষে শেষ হয় শ্বাসরোধ পর্ব
তার যাবতীয় লেখা- অতলতায় 
তার নিজস্ব ঝড়ে পড়া স্নায়ু মুক্তির স্বপ্নে,
এক জীবন এল আরেক জীবনে।
ভূকম্পেরই মত
হটাৎ শেষ হয়ে যাওয়া অঞ্চল।  
অপেক্ষা অনাদরে শেষ হয়েছে,
শুরু হয়েছে আরেক মহাজীবন ব্যাপী শ্বাস।


No comments:

Post a Comment