Saturday, June 2, 2018

তিনটি কবিতা সুমন মল্লিক




পরকীয়া      

দিনরাত এক অদ্ভুত মেঘভারে
গলে যায় অনুরত স্পর্ধাবাসনা ৷
মধুর কলঙ্কে তবুও
ফিরে আসে দুপুরবেলার মায়াঘোর ৷
ভেতরে তখন নাছোড়বাঁধা শিলাবৃষ্টি
ভেঙেচুরে দেয় অম্লমধুর সীমারেখা ৷


স্নিগ্ধ অসুখ      

বহুবার ভেঙেচুরে গেছি
নরম কফিঠোঁটে ৷
তনমনে এই যে নারী-বিদ্যুৎ
দিয়েছে এক স্নিগ্ধ অসুখ
তার আধারে খুলে রাখি
কুয়াশার স্মৃতি ৷
নিষেধ বুঝিনি , নিষিদ্ধও বুঝি না...
হৃদয়ের ওমে তাই
অম্লমধুর অপেক্ষার বিমূর্ত-সুরা ৷


হৃদপ্রলাপ 

আলুথালু চাঁদ ওঠে বুকের ভেতর
জোছনা নেই , আলো নেই , দর্শন নেই...
স্বপ্নের প্রহেলিকায়
প্রসব হয় ব্যথা – ব্যথার গর্ভে প্রসব হয়
প্রীতির অর্ধমৃত ভ্রূণ ৷
ঘুমের ভেতর কিংবা ঘুমের বাইরে
আমি প্রতিদিন হচ্ছি খুন ৷




No comments:

Post a Comment