Saturday, June 2, 2018

কবিতা রিমি মুৎসুদ্দি






এলডোরাডো

বিশাল কোন বনের মধ্যে
কোথাও লুকিয়ে এলডোরাডো,
মুঠোর মধ্যে স্বপ্ন, পায়ের তলায় জগত
খুঁজতে গিয়ে প্রতিদিন হারায়।
এইসব হারানো যোগ করলেই
প্রাপ্তি বেড়ে যায়।
সাবধানী রোদের নাড়াচাড়ায়
সুখের মেদ জমে যায়।

সোনার শহর তবু স্বপ্নে থেকে যায়,
মিডাস তাকে হাতের নাগালে পেয়েও
শোকে পাথর হয়ে যায়।

রাতের দুঃসাহস কখনও
ঘুমের মধ্যেই পুরোন মানচিত্র মেলে ধরে।
চেনা কোন পাহাড়, জঙ্গল, বসতি,
অথবা বন্ধ হয়ে যাওয়া কারখানা থেকে
 টগবগে দৌড়বাজ লাল মাংসের
পোড়া গন্ধ ভেসে আসে।
পরদিন সকালে চায়ের কাপে পড়ে থাকা চিনি
আর রক্তে মিশে যাওয়া শর্করা
নিজেরাই খুঁজে নেয় শব্দ।
দাঁড়ি, কমা আর প্রতিটা যতিচিহ্ন মেনেও
সে শব্দরা অর্থ খুঁজে পায় না।
সংরক্ষণ জরুরী জেনেও তাই
ইস্তেহার লেখা হয়ে ওঠে না।

প্রতিটা অনিশ্চয়তা, হঠকারী সিদ্ধান্ত
আর অভিযাত্রী প্রাণ জানে
ঘাম, রক্ত, খিদে আর কান্না গিলে নেওয়া
প্রতিটা যাত্রাই আসলে
এলডোরাডো খোঁজা...।






No comments:

Post a Comment