Saturday, June 2, 2018

কবিতা অভিজিৎ বেরা






গোঁয়ার

পৃষ্ঠে না মেরে
মারি পেটে

খাদ্য আসার নলিটি দিই কেটে
অমনি তোমার পৃষ্ঠ বেঁকে পড়ে

তুমি বাঁকা পৃষ্ঠ নিয়ে হাঁটো
চাঁদের আঘাটা ঘাঁটো

ঘরে গিয়ে  নিজেকেই
কী প্রচন্ড প্রহার—
অপমানে মুণ্ডু ঝুলে পড়ে।

বলো—
এবার তবে
বশ্যতা স্বীকার? বলো।

গোঁয়ার মুন্ডগুলি হাসে
ওরা গাঁয়ে গাঁয়ে আগুন লাগিয়ে
নিজেরাও আগুনে চড়ে বসে।



No comments:

Post a Comment