Saturday, June 2, 2018

কবিতা সোমনাথ রায়




এসেছো, প্রেম?


যখন থাকি নীরব এবং যখন আমি নিঃস্ব
ছবির মত আমিই আবার শুনছি আলোর কী স্বর
শিউলি যেমন ছড়িয়ে পড়ে, রইল বহির্বিশ্ব
এখন তুমি ডাক পাঠালে আয়নামোহন ঈশ্বর?
একের থেকে একার মাঠে হাঁটলে দু’পা সংকেত
চিহ্ন সকল মিলিয়ে গেল ভাগ বসাতেই অংকে
রেলের পাশে রাস্তা জুড়ে যেমন উদার গমক্ষেত
বৃষ্টি- সে কী উদ্দামতা জড়িয়ে বজ্রাতঙ্কে
ক্ষীরের ছাঁচে খুশির গড়ন দেখতে যখন মন দিই
সেই দ্যাখাই যে পোড়ায় আঙুল, পোড়ায় ডানার সন্ধি
তার পরে সেই আলোর ঘরে সবাই যখন বন্দি
আরশি ভেঙে এমন ভাবেই উড়ান দেবে কোনদিন-

No comments:

Post a Comment