Saturday, June 2, 2018

একটি কবিতা পৃথা বন্দোপাধ্যায়





একটি কবিতা



-
মাতৃজঠর  যেমন  বোঝে  ত্যাগ.
ভূমিষ্ট  হয়  শিশু, পেরোলে  শর্তাধীন  রক্ষার  সময়,
ধরিত্রী  সাজে  ধারাস্নানে, সমাপন  হলে  মেঘ-সীমা,
চন্দ্র, সূর্য, প্রভৃতিও  দেখি 
শর্তাধীন,  আরোপিত...আজ, 
রাত্রি নিশুতি হলে, অন্ধকারেরা আসে ;

জীবন নদী বহমান আগামীতে  
নিঃশর্ত!...কে?...কবে...
নীরবতা,  বোলো  তুমি  কাকে  


ভূতপূর্ব  পৃথিবী,  সেতো
নিঃসাড়ে  গিয়েছিলো  চলে...সময়ের  সাথে,
প্রয়াস 
সাদাকালো  ছবির  মতো  দামি, কিছু 
অলস নীরবতা, হারিয়ে যাওয়া সময়ের
ভিড়ে, অথবা সভ্যতার প্রবল চিৎকারে;
বার  বার  তবু ফিরে দেখা,  যে
আলতো  আদরে  ঢেউ  ওঠে গালে,
ছুঁয়ে  থাকা  লোভ  জেগে থাকে, সারারাত
...নিশ্চিন্তে

কাটা  ঘুরেছে  তাহলে ?
প্রবীণ  হয়েছে  এতটাই
দেয়ানেয়া...কোঁচড়ে  জমা...একে  একে ...

যেমন  ভাতে  বেড়ে ওঠে  প্রাচীন  চাল...
মহার্ঘ  হয়ে  ওঠে...জাদুঘর...দিনেরাতে 

No comments:

Post a Comment