Saturday, June 2, 2018

কবিতা আসমা চৌধুরী





নীরবতা



নিজের চেহারা সময় নিয়ে যায়,নীরবতা কাছে আসে।মেঘের কাছে রাখে নরম।ওলানে দুধ নেমে এসে পাত্রকে শব্দ থামাতে বলে।সেই গানে কান,চোখ ক্ষুধা অনুভব করে।ধীরে শান্ত কোন নাম ডেকে ওঠা গ্রাম স্মৃতি খেলতে থাকে।কত ভাঙা ঘর,চোখ,উঠান ভেতরে ঢুকে যায়।
নীরবতা একটা তলোয়ার,কাটতে থাকে হৃদপিণ্ডের গোপন অসুখ....

No comments:

Post a Comment