Saturday, June 2, 2018

কবিতা অরণ্যা সরকার





আপনাকে

ঠিক বলেছেন, ‘নিরপেক্ষ’ একটি উর্বর শব্দ
ঠিকমত জুড়ে দিলেই সুফলা আয়না
যে পারে, সে পারে
পারলেন,
হ্যাঁ আপনিইতো কেমন সাঁকো হাতে দাঁড়ালেন
ছায়ায় জুড়লো দ্বিধা
কেমন ভরসা আর সংগোপন জমা হল তোরঙ্গ সাধনায়
আসলে চাইতে জানতে হয়
জানলেন
হ্যাঁ আপনিতো বেদী জুড়ে বসলেন  
হাতে পাঠক্রম   
‘দেহী’ ‘দেহী’ শব্দব্রহ্মে করতল বেজে উঠলো
ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আপনি এক মধ্যপন্থী কুহক
ক্ষারকাচা জামায় শিস দিতে দিতে রাস্তায় নামলো যে সকাল
তার জন্য আজ আর কোন  নির্দেশিকা নেই—

এবং আপনাকে

কি বললেন ? সহমত কিনা ?
এসব তুচ্ছতা আপনাকে মানায় ?
আমি তো ভঙ্গিমায় মুগ্ধ
আলোর ভূমিপুত্র আপনি
আর আমি সিৎজোফ্রেনিক গুনগুন
হ্যাঁ আপনাকেই ঘুরে ঘুরে
কড়া রোদে সেঁটে রাখি শাহজাদা দিন
আপনার সব, সব মেধাবী চুমু
কি ভীষণ আঠার গুনগান গাই
লালায় দেখিনা লোভ
না না দেখিনা প্রকল্পিত বিছানা বাগান
টবের বনসাই তো উচ্চাঙ্গ সঙ্গীত
ফাইল ফুঁড়ে উঠে আসছে অমেরুদণ্ডী জাগরণ
রাফখাতারা নেই
কিছু লালকালি আছে
আপনি নেবেন ?


1 comment:

  1. আবহমান চলুক আবহমানকাল । অনেক অরণ্যা ও অরণ্যের কবিতা প্রকাশিত হোক ।

    ReplyDelete