Saturday, June 2, 2018

কবিতা: সৌম্য দাশগুপ্ত




                             




গালিভার 




স্থিতিই কামনা করি। বারবার তবু এক অস্থিতি এসে

ছিন্নভিন্ন করে দেয় ধ্যানের নির্বেদ, এক সুষুপ্ত জ্বরের

ওষুধ মন্ত্রের মত ঘিরে নেয় শরীরের ধমনী ও শিরা,

আর ওই সুনামির প্রবল উচ্ছ্বাসে আমি হন্যমান তট


আশৈশব সামাজিক শিক্ষাসত্রে, পরিবারে, মধ্যবিত্ত বোধে

অর্জন করার মতো স্থিতি আমাদের, আজ আশ্চর্য হবার
,
আবিষ্কারের কোনো উত্তেজনা নেই, এই লিলিপুটে ভরা

বিষণ্ণ সমুদ্রতটে শায়িত শবের মত, মৃত গালিভার

4 comments:

  1. বেশ ভাল কবিতা। যন্ত্রণা ক্লিষ্ট সময়ের কথা।

    ReplyDelete
  2. এ হাত মুঝে দে দে, ঠাকুর...

    ReplyDelete
  3. অনবদৃ,আরো আরো অনেক লেখো, আমরা ঋদ্ধ হই

    ReplyDelete