Saturday, June 2, 2018

গুচ্ছ কবিতা সঞ্চিতা পাত্র





প্রবাহ

সাঁকো ভেঙ্গে গেলেও জলের প্রবাহ
থামে না
নতুন পথের সম্ভাবনা তৈরি হয়


সরণ

কে কার দিকে কোন দিকে যে চলেছি
কিছুই জানি না

শুধু অনুভব এক দীর্ঘ সরণ
ভালো বা মন্দ নয়, নয় স্থির
শুধু চলা
পথ চলা
পথে চলা

রন্ধন

খুন্তিটা আলাদা করো, মিশিয়ে ফেলো না
তিক্ত ব্যঞ্জনের সঙ্গে অন্য কিছু আরও
চোখের জল মোছো মিশিয়ে ফেলো না
বিষাদে ভরে যেতে পারে তোমারও
মন; স্বাদ সব ঠিকই আছে; শুধু
মিশিয়ে ফেলো না নিমের সঙ্গে মধু।

বাঁধন

লতানো গাছের মত আকর্ষ বন্ধন
একটু একটু করে জড়ানো হৃদয়
বৃক্ষডালে পাখি এলে ফল খায় ঢের
তুমিও বেসেছ ভাল পাখিদের ফের।

এরপর স্বাধীনতা ফিরে পেতে চাও
পাখিদের দেখা পথ অবাক গহীন
খোল আকর্ষ বাঁধন কত যত্নহীন
আমরা কোথায় যাবো? দাঁড়াবো কোথায়?

খনন

জলের আকার নিজের নয়, পর-নির্ভর
এই ভাবনায় খননকার্যের প্রস্তুতি
গভীর থেকে গভীরতর
দিকে,  বাধাটি সুন্দর
তার দিকে চেয়ে চেয়ে  পথে পড়ে থাকি
ধুলোবালির মতন  কখনো পথিক
যদি পায়ে পায়ে তার   পৌঁছে দেয় ঠিক

তোমার নিকোনো ঘর,  অবশেষে তুমি।


1 comment: