Saturday, June 2, 2018

কবিতা অরিত্র সোম






নির্জন এক ব-দ্বীপ থেকে

রাস্তায় সেদিন এক পরিচিতের প্রশ্ন এল-
কি করো এখন?”
কোথাও কি যাও?”…
শুধু একপলক হাসি দিয়ে, সরে আসি রাস্তার শেষে
ভাবি বলি, নীচে শুয়ে
তারা দেখার স্বপ্ন দেখি,
তারপর নেমে আসি;- আবার

আজও ভাত চড়েনি ঘরে
আমার বয়স এখন ঠিক এক মিনিট এগারো সেকেন্ড হল, বেড়েছে
শরতের মেঘে আজ তীব্র সায়ানাইডের গন্ধ
সব নতুন কবিতার আলো- ব্লটিং পেপারের পাশ দিয়ে যাচ্ছে

এই নির্জন উপগ্রহে, আমার চেনা শহর-
সিগারেটের মত মিশে যাচ্ছে

No comments:

Post a Comment