Saturday, June 2, 2018

একটি কবিতা- আলো বসু






চলো লেটস গো

ডাকঘর মনে রেখেছে সেই ডাকের কথা
যাকে স্ট্যাচু বলেই দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গেছি সুখ ধরতে
সুখ কত দ্রুতগামী করে মানুষকে আহা ! তাই পতনও থাকে
অনেক রকম ,মুখ থুবড়ে পড়ে যাওয়ার মত পতন ,কত কিছু খসে পড়ে শরীরী অলঙ্কার যেমন চলার ছন্দ যেখানে শিল্প দ্বৈত অনুবাদে , সেই নূপুর জোড়াটি ফিরিয়ে নিতে আসব না জেনে নিজে নিজেই তুলে রেখেছোগোবলতে বলতে
স্থবির কপাল আনাড়ি , গোস্ট্যাচু খেলায় বার বার নিথর পাথর বানিয়ে কেটে পড়েছে খিলাড়ি সকল
তখন কোন খেলা জানতাম না  কেবল দৌড়ে যাওয়া আমার আনন্দের নাম ,ম্যারাথন একটা সুখের খেলা
শেষ ধাপে ভিক্ট্রির কোন ধাপেই নেই জেনে স্লথগতি সারাৎসার ঘেঁটে জানাচ্ছে এখানে দৌড় কত দ্রুত বড় কথা নয় , ছন্দে পা ফেলাটাই শিল্প আর কী আশ্চর্য ঠিক এমন সময় তালহারা ,ছন্দছাড়া পদযুগলকে ফিরিয়ে দিতে আসছো সেই ছন্দ !বলছো ----‘’নূপুর পড়বে ? জ্যোৎস্নার
গান বাঁধবে আবার দগ্ধ ক্ষত পা – দুখানি ?

No comments:

Post a Comment