Saturday, June 2, 2018

কবিতা- অমিত সরকার






আহ্ নীরবতা

পিছুডাক ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে পুণ্যস্নান  
গান শেষ করতে করতে রক্তকিন্নর 
বুঝে নিচ্ছে নিজস্ব রাজনৈতিক তেহাই   
সারি সারি লাশ শুয়ে শুয়ে তাল দিচ্ছে চৌকাঠে      
ঠোঁটের ওপরে কালসিটে, শুকনো রক্তের দাগ  
ঢেকে দিয়ে ঝরে পড়ছে পাতাদের উদাসী ধুলোট     
এখন মুহূর্ত মানে জয়  
এখন মুহূর্ত মানে চিনে নেওয়া উন্নয়নের হাওয়ামোরগ     
এখন মুহূর্ত মানে পয়েন্ট টু টু বোরের মাস্কেট   
ঝকঝকে চপারেতে পিছলে যাওয়া ময়ূরাক্ষী আলো  
দড়ি আর স্প্লিন্টারেরাই এখন একমাত্র সঠিক জানে   
কিসমে কিতনা হ্যায় দম   

আমি তো নোঙর চাই, বৃত্ত চাই, চাই আনন্দ হ্যালোজেন     
যে কোনও পূজোয় আমি নরখাদকের পুরোহিত     
তেজস্ক্রিয় গিটারের স্বরলিপি, অবাধ্য শিঙের গল্প         
সযত্নে লুকিয়ে রেখেছি পরিচ্ছন্ন ফ্রিজে      
অনুগৃহীত হিমোগ্লোবিনের ফোঁটা ফোঁটা ঝরে পড়া     
শুধু মৃত পায়রাদের বলে যাচ্ছে     
বহুদিন পরে আজ নীলরঙ নৈঃশব্দ্য এসেছে...        

2 comments: